নিজস্ব প্রতিবেদক :: এসো মিলি মুক্তির পতাকায় এ-স্লোগানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মদন মোহন কলেজ সংসদের ২৮ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল দশটায় রিকাবীবাজারে সিপিবি কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
কাউন্সিল অধিবেশনে অনির্বাণ রায়কে সভাপতি, অটল ঋষিকে সাধারণ সম্পাদক ও সৈকত ভৌমিককে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ
সহ সভাপতিঃ দীপংকর সরকার
সহ সাধারণ সম্পাদকঃতন্ময় পাল
কোষাধ্যক্ষঃ মোহাইমিনুল ইসলাম মাহিন
দপ্তর সম্পাদকঃ হাসান বক্ত কাউসার
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃসুমন দাস
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকঃঅধিরাজ দত্ত
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ সুব্রত দাস
সাংস্কৃতিক সম্পাদকঃ অলক দাস
ক্রীড়া সম্পাদকঃ সৈকত নীল
সমাজকল্যাণ ও পরিবেশক বিষয়ক সম্পাদকঃ ইসরাত রেহান।
মদন মোহন কলেজ সংসদের নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য সরোজ কান্তি।