আন্তর্জাতিক ডেস্ক:: চীনের শিঞ্জিয়াংয়ে উইঘুর নির্যাতনের অভিযোগে দেশটির ১১টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২০ জুলাই) এ ঘোষণা দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। এর ফলে ওই কোম্পানিগুলো মার্কিন প্রযুক্তি ও পণ্য কিনতে পারবে না। নিষিদ্ধ ১১টি কোম্পানি উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে বিবৃতি দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।
এর আগে, শিঞ্জিয়াংয়ে উইঘুর নির্যাতনকে এ শতাব্দীর সবচেয়ে কলঙ্কময় ঘটনা বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।