নিজস্ব প্রতিবেদক :: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সেন্টুর মৃত্যুতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রবিবার, ১৭ জানুয়ারি পত্রিকায় প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জাহিদূর রহমান সেন্টু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আন্দোলন, শিক্ষা রক্ষার আন্দোলন সহ সকল গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে লড়াকু ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
উল্লেখ্য, জাহিদুর রহমান সেন্টু দীর্ঘদিন যাবত কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ রবিবার, ১৭ জানুয়ারি সকাল ৯ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।