নান্দাইল প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চণ্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থিদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
শনিবার ( ৩১ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন বৃত্তি তহবিল কমিটি আয়োজিত আলহাজ্ব আব্দুর রাশিদ সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবুল মনসুর, শেরে বাংলা নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আলী আহসান খান, সাবেক নির্বাহী প্রকৌশলী এবিএম শাজাহান সরকার, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মাযহারুল হক ফকির, চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী সাহা, অধ্যাপক অরবিন্দ পাল অখিল, ব্যংকার বিকাশ চন্দ্র সাহা, অভিভাবক আব্দুর রাজ্জাক ভূইয়া, সাইদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য প্রাক্তন শিক্ষার্থিদের এ সংগঠন প্রতিবছর এসএসসি পরীক্ষায় কৃতি ও প্রত্যেক শ্রেণির প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বৃত্তি প্রদান করা হয়।