অধিকার ডেস্ক :: লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, জোট নেত্রী খালেদা জিয়াকে মামলার কারণে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই কারাগারে রাখা হয়েছে। তাই এবার খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। ওই দিন থেকেই সরকার পতনের কাউন্টডাউন শুরু হবে।
বুধবার এক বিবৃতিতে তিনি এসব বলেন।
রেদোয়ান আহমেদ বলেন, খালেদা জিয়া সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। এখনও তিনি তা করে যাচ্ছেন। এখন যে তিনি কারাগারে আছেন এটাও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই।
তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে কারাগারে আটক রেখেছে। খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোনো টালবাহানা না করে তাকে মুক্তি দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।