অধিকার ডেস্ক :: ঢাকায় ক্যাসিনোতে কাজ করা নেপালিদের পালিয়ে যেতে সহায়তা করেছিল একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। আর ওই কর্মকর্তার সঙ্গে পুলিশের একজন কনস্টেবলও ছিলেন।
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, নেপালিদের পালাতে সহায়তাকারীদের পরিচয় তারা নিশ্চিত হয়েছে।
গত বুধবার থেকে ঢাকায় ক্যাসিনোতে অভিযান পরিচালনা করছে পুলিশ। এসব ক্যাসিনোতে নেপালি ও চায়নিজরা কাজ করতেন। অভিযানের মধ্যেই একটি ভিডিওতে দেখা যায় ক্যাসিনোতে কাজ করা নেপালিদের পালাতে সহায়তা করছেন দুজন ব্যক্তি।