অধিকার ডেস্ক :: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের আমন ধানের চারা ও সার প্রদান, সহজ শর্তে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, গ্রামীণ শ্রমজীবীদের আর্মি রেটে রেশন, এনজিও দের কিস্তি আদায় আগামী ছয় মাসের জন্য স্থগিত এবং বন্যা সমস্যার স্হায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় বাসদের মানববন্ধ ও স্মারকলিপি পেশ।
আজ সোমবার সকাল ১১ টায় বাসদের উদ্যোগে শহরের ডি বি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাসদ জেলা সমনয়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফিরোজা বেগম, সুকুমার চন্দ জাহিদূল হক ছাত্র ফ্রন্ট নেতা ফরিদুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর সাড়ে বারটায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।