মৌলভীবাজার প্রতিনিধি:: এম.সি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ, খাগড়াছড়িতে গণধর্ষণ, ঢাকা সাভারে নীলা হত্যাসহ সারা দেশে নারী সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ।
আজ রোববার, ২৭ সেপ্টেম্বর প্রগতিশীল ছাত্রজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বেলা ১২টায় শহরের চৌমুহনীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারন সম্পাদক পিনাক দেব।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী’র সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন (বাসদ) মার্ক্সবাদী পাঠচক্র ফোরাম’র সংগঠক সুদীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাইয়ান শিপু, শহর শাখার সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম।
বক্তারা সারা বাংলাদেশের ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।