দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় শাহীনুর ইসলাম (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুর দেড়টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের বেলতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনুর ইসলাম পার্বতীপুর উপজেলার ভটগাছ গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানায়, পার্বতীপুর থেকে সাইকেল চালিয়ে ঈদের সেমাই নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন শাহীনুর ইসলাম। চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন সাইকেল আরোহী শাহীনুর ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় বলেন, বেপরোয়া ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শাহীনুর ইসলাম নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে কোনো অভিযোগ করেননি স্বজনরা।