আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলের আমাজন বনাঞ্চলে বনরক্ষাকারী স্বেচ্ছাসেবী সংস্থার এক আদিবাসী কর্মীকে গুলি করে হত্যা করেছে কাঠ পাচারকারীরা।
শুক্রবার মারানাও রাজ্যের আরারিবোইয়া সংরক্ষিত বনাঞ্চলের এ ঘটনায় নিহত পাউলো পাউলিনো গুয়াজাজারার এক সঙ্গীও আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
কর্তৃপক্ষ বলছে, সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে মাথায় গুলি করে পাওলোকে হত্যা করেছে কাঠ পাচারকারীরা।
পাউলো ওই এলাকায় কাঠ পাচারকারীদের প্রতিরোধের জন্য গঠিত ‘গার্ডিয়ান অব দ্য ফরেস্টের’ সদস্য ছিলেন।
এ ঘটনার পর গোলাগুলিতে এক কাঠ পাচারকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রাজিল পুলিশ।
এর আগে আরও তিন গার্ডিয়ান সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর অধিকার রক্ষায় কাজ করা অলাভজনক গোষ্ঠী সারভাইভাল ইন্টারন্যাশনাল।