হবিগঞ্জ প্রতিনিধি :: বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যা এবং চুনারুঘাটের গাজীপুরের প্রিয়া আক্তারসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ সকাল সাড়ে ১১ টায় স্থানীয় আমুরোড বাজারে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
।হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ন আহবায়ক প্রণব কুমার দেবের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্র ইউনিয় নেতা নাহিদ হাসান প্রান্তিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সৃজনশীল মেধা বিকাশ এর সভাপতি সাইফুর রাব্বি , নিপু ভৌমিক, শাহ আলম, মোঃ মুকিত মিয়া, মোঃ হাফিজ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, বুয়েটের আবরার ফাহাদকে ছাত্রলীগ সন্ত্রাসীরা গত ৭ তারিখে শেরে-ই-বাংলা হলের ২০১১ নাম্বার হলে পিটিয়ে হত্যা করে। চুনারুঘাটের গাজীপুরের দুধপাতিল গ্রামের এক কিশোরীকে রাতের আধারে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপারাধীদের গ্রেফতার এবং বিচার কার্য সম্পাদনের দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।