অধিকার ডেস্ক :: ‘আমার ছেলে সারা জায়গায় মেধা তালিকায় ছিল রে। আমার ছেলে মেডিকেলে টিকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকছে, আমার ব্যাটার মতো ব্যাটা কয়জনের ঘরে আছে রে… আমার সোনার মতো ব্যাটা কয়জনরে আল্লাহ দেয় রে…’
কান্নার সাথে এভাবেই বিলাপ করছেন নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা। আর্তনাদ করছেন সন্তান হারানোর বেদনায় তিনি মুষড়ে পড়েছেন। কান্না যেন থামছেই না। কান্নার শব্দের সাথে সাথে ভেসে আসছে মেধাবী ছেলের এমন নানা কথা। কখনো চিৎকার করে কাঁদছেন, কখনো ক্লান্ত হয়ে পড়ছেন।
কুষ্টিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় আবরার ফাহাদের মা ছেলের শোকে অস্বাভাবিক হয়ে গেছেন। কোনোভাবেই কান্না থামছে না। কান্নার সাথে চলছে টানা বিলাপ। ফাহাদের মায়ের আর্তনাদে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারছেন না।
আবরারের বাবার নাম বরকতুল্লাহ। আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কিন্ডার গার্টেনের শিক্ষক। তিনি বলছেন, ‘আমার ছেলেকয়ে কেউ মারলে সে তাকে উল্টো মারে না। সে সহজে প্রতিবাদ করে না। সে খুবই নীরিহ। আমি যখন ঢাকা যাই। হাবুবুল্লাহ বাহার কলেজে যেতে হয়, ফাহাদ বলে মা তুমি আগে আগে যাওয়া আমি তোমার পেছন পেছন আসছি। আমার ছেলে নিজে আগে যেতে চায় না।’
শিবির সন্দেহে পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে থাকতে দেখা যায়নি। ছেলে হত্যার খবর পেয়ে তাদের বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।
https://www.youtube.com/watch?time_continue=15&v=H2ESyMqxmcg