ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য কমিশন বাংলাদেশের সহযোগীতায় শনিবার সকালে জেলা প্রশাসন চত্তর থেকে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) এ গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ আনিসুর রহমান, জেলার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন , স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা হাসান পারভেজ। অনুষ্ঠান এর সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার জাকির হোসেন ইমন।